শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অব্যাহতির পরেও হল ছাত্রদলের প্যানেলে নির্বাচন করছেন ছাত্রলীগ নেত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৭:১৫ এএম

শেয়ার করুন:

ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে নির্বাচন করছেন সাবেক ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক নিতু রানী সাহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের ইতিহাস বিভাগের ও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী। শামসুন নাহার হলে ছাত্রদলের প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন তিনি।

এর আগে গত শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর সেখানে থাকা প্রায় ৭১ জন নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। সেখানে নিতু রানী সাহার নামে ও অভিযোগ দেখা যায়। 


বিজ্ঞাপন


এরই প্রেক্ষিতে পরদিন শনিবার (৯ আগস্ট) নিতু রানী সাহা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তথ্য গোপনের অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তাদের। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 

এ বিষয়ে ছাত্রদল ঢাবি শাখার দফতর সম্পাদক ওয়াসি মল্লিক তামি ঢাকা মেইলকে বলেন, আমাদের প্যানেল থেকে নির্বাচন করার কথা না, কোনো একটা ভুলের কারণে তার নাম আসতে পারে। কিন্তু, এখনো তাকে আমাদের প্যানেল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

অব্যাহতির বিষয়ে তিনি বলেন, অব্যাহতি কোনো ফাইনাল জাজমেন্ট (চূড়ান্ত সিদ্ধান্ত) না। সেই বিষয়ে তো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে যদি দেখা যায় ভিন্ন কিছু এসেছে সেক্ষেত্রে তাৎক্ষণিক অব্যাহতি বাতিল করা যেতে পারে।

আইএসএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর