ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন।
মঙ্গলবার (২৬ আগস্ট) জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ অভিযোগ নিষ্পত্তির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ট্রাইব্যুনাল গঠন করে। জুলিয়াস সিজারের বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করলে তা ট্রাইব্যুনাল আমলে নিয়ে তদন্ত করে। তদন্তে জুলিয়াস সিজারের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা ও শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। যার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের জন্য রিটার্নিং কর্মকর্তাদের সুপারিশ করে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘যেহেতু প্রশাসনিক সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তারা নিতে পারেন না, তাই তারা সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপনের জন্য প্রেরণ করেন। বিচারাধীন থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে জুলিয়াস সিজারের নাম প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সিন্ডিকেট তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
আইএসএস/এআর

