শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

নতুন কর্মসূচি ঘোষণা করলেন সাত কলেজের শিক্ষার্থীরা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ফাইল ছবি)

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির অন্তর্র্বতী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞাপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল এতদ্বারা প্রকাশ করা হলো। পরীক্ষার্থীদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 

এছাড়া আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েস এবং কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর