শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম

শেয়ার করুন:

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত) ২০২৪-২৫ সেশনের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বিকেল ৫টায়। ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে সাতটি ক্যাম্পাসে।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা কলেজের কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আবুল ফায়েজ ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াস।

জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮টি আসনের বিপরীতে আবেদন করেছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন ৫ দশমিক ৩৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন।

ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মেধা তালিকা প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর বিবেচনা করা হবে।

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর