ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা করেন। বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এই প্যানেল ঘোষণা করা হয়।
সহসভাপতি (ভিপি) আব্দুল কাদের, সাধারণ সম্পাদক (জিএস) মো.আবু বাকের মজুমদার সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আশরেফা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো:হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক: মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক: রেজওয়ান আহম্মেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক: মো: ঈসমাইল হোসেন রুদ্র। সদস্য পদে ১৩ জন প্রার্থী হলেন- মোঃ মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো: আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।
বিজ্ঞাপন
গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছি না। আমরা জুলাইয়ের বাঘিনী তন্বী এর প্রতি শ্রদ্ধা স্বরূপ এই পদে কোনো প্রার্থী রাখিনি।’
দলটির মুখ্য সমন্বয়ক তাহমীদ আল মুদ্দাসসির স্বতন্ত্র পদে এজিএস প্রার্থী হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট পদে আমরা একজনের বেশি নিতে পারি না। নির্বাচনে যেকোনো পদে লড়ার গণতান্ত্রিক অধিকার তার আছে। এ বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই।’
প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আব্দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, জুলাইয়ের চেতনাকে ধরে আমরা প্যানলেটি একটি ইনক্লুসিভ প্যানেল আকারে সাজিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দল কী দিয়েছে সেটা খেয়াল করে না। বরং তারা একটি অভয় ও আস্থার জায়গা চায়। আমরা আগামী দিনে এই শিক্ষার্থীদের জন্য কাজ করে তাদের আস্থার জায়গায় আসতে চাই। আমরা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী যিনি তার মনোনয়ন নেওয়ার কাজই শুরু করেছেন আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে। তিনি কীভাবে সামনের দিনগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলাবেন? আমরা দেখতে পেয়েছি, এই ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই পক্ষপাতিত্ব আচরণ আমাদের কাছে স্পষ্ট। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসন সঙ্কট সহ বাকি সব সমস্যার সমাধানে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।
বিজ্ঞাপন
আইএসএস/ক.ম

