ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে শিবির-সমর্থিত প্রার্থীরা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ঘোষিত প্যানেলের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহিউদ্দিন খান,
শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা জানান, তাদের ঘোষিত প্যানেলে রয়েছে স্পষ্ট বৈচিত্র্য। প্যানেলে স্থান পেয়েছেন, ৪ জন নারী শিক্ষার্থী, ১ জন চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি, ১ জন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও ১ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।
এছাড়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা, যিনি একজন নারী অধিকারকর্মী ও শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে পরিচিত।
ঘোষিত প্যানেলের বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার; কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (জুলাই আন্দোলনে চোখ হারান); সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমান অর্থ সম্পাদক, ঢাবি শাখা শিবির); ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন; ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ; সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ; গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান; ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ; মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া।
বিজ্ঞাপন
প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রয়েছে। সেখানে রয়েছেন— মিফতাহুল ইসলাম মারুফ, রায়হান উদ্দিন, সর্ব মিত্র চাকমা, জয়েন উদ্দিন সরকার তন্ময় ও রাইসুল ইসলাম।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার পক্ষ থেকে সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না ও সেক্রেটারি মোছা: আফসানা আক্তারও রয়েছেন এই তালিকায়।
শিবির জানায়, তাদের এই প্যানেল শিক্ষার্থীদের সকল স্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিকল্পিতভাবে গঠন করা হয়েছে। তারা বলছে, ‘এই নির্বাচন হবে ভিন্নধর্মী নেতৃত্ব প্রতিষ্ঠার একটি সুযোগ। আমাদের লক্ষ্য দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও নৈতিক নেতৃত্ব উপহার দেওয়া।’
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এতে অংশ নিচ্ছে দেশের নানা ছাত্রসংগঠন ও স্বাধীন প্রার্থী।
এইউ

