শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

DU
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকা মেইল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগগুলোতে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের সাথে ম্যানজেমেন্ট বিভাগের চেয়ারম্যানসহ অনেক শিক্ষককে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।


বিজ্ঞাপন


এসময় শিক্ষার্থীরা ‘ম্যানেজমেন্ট আসছে, রাজপথ কাঁপছে; ওয়ান টু থ্রি ফোর, নেপোটিজম নো মর; পিএসসি’র প্রহসন, মানি না মানবো না’সহ নানা স্লোগানে বিশ্ববিদ্যালয় এলাকা মুখরিত করে তোলে।

ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক তৌফিকুল ইসলাম বলেন, ম্যানেজমেন্ট প্রতিটি অর্গানাইজেশনের একটি ভিত্তি। আমাদের ইউনিকনেস একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। ৪৯তম শিক্ষা ক্যাডারে এসে কেনো আমাদের ওপর অন্য বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে? এমন কোনো অর্গানাইজেশন নাই যেখানে ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা নেই। আমাদের ইউনিকনেসের সাথে তাহলে কেনো অন্য বিভাগ সংযুক্তিকরণ করা হবে তা আমরা জানতে চাই? আমরা চাই না আমাদের মধ্যে একীভূতকরণের একটি প্রচেষ্টার মাধ্যমে বিভাজন তৈরি করা হোক।

প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এমন কোনো সুযোগ তৈরি হয় নাই যে- অন্য কোনো জায়গা থেকে লোক এনে আমাদের ঘাটতি পূরণ করতে হবে। যদি অন্তর্ভুক্তিকরণ করাই লাগে তবে আমি বলবো তাদেরকে আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাদেরকও পড়াবো। নতুবা আমাদেরও অন্যান্য বিভাগে আবেদনের সুযোগ দেওয়া হোক। এসময়, তিনি অতিদ্রুত অসমতুল্য অন্তর্ভুক্তিকরণ বাতিলের আহ্বান জানান, নতুবা অতিদ্রুত কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন তিনি।

ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মঈনদ্দিন আহমেদ বলেন, এটি আমাদের ম্যানেজমেন্ট বিভাগের অস্তিত্বের বিষয় না, এটি একটি সম্পূর্ণ ডিসিপ্লিনের বিষয়। ম্যানেজমেন্টের ডিসিপ্লিন রক্ষার্থে এটিকে মূল্যায়ন করে আগের মতো আমাদের ক্যাটাগরি বিদ্যমান রাখা হোক। ম্যানেজমেন্টকে ইউনিক ডিসিপ্লিন হিসেবে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই বিক্ষোভ। আমরা পিএসসিকে বলবো আমাদের স্বকীয়তা রক্ষা করে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।


বিজ্ঞাপন


সহযোগী অধ্যাপক তাহমিনা খানম বলেন, যারা দায়িত্ব পাওয়ার পরে বলেছিলেন নেপোটিজম করবেন না। আজকে তারাই নেপোটিজম করছে, তারা শিক্ষা ক্যাডারে ম্যানেজমেন্টসহ অন্যান্য আরও কিছু বিভাগের সাথে অন্য বিষয় অন্তর্ভুক্তিকরণের উদ্যোগ নিয়ে অসামঞ্জস্য একটি কাজ করছেন। তাদের এসব হঠকারিতার সিদ্ধান্তের ব্যাপারে জবাবদিহি করতে হবে। গতকাল ইউজিসি এবং পিএসসি দুই চেযারম্যানের কাছেই আমরা গিয়েছিলাম। আমাদের সাথে যাদেরকে অন্তর্ভুক্তি করা হবে, আমরা তাদের কাগজপত্র দেখানোর কথা বললাম। কিন্তু, তারা আমাদেরকে এই ব্যাপারে কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই।

বিক্ষোভ মিছিল থেকে ২০১১৮-১৯ সেশনের শিক্ষার্থী শুভ্র বলেন, আমাদের ব্যাপারে সিদ্ধান্ত আমাদরেকেই নিতে দিন। আমাদের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। যদি অতিদ্রুত শিক্ষা ক্যাডারে এই অন্তর্ভুক্তিকরণ বাতিল না করা হয়, তাহলে আমরা হাইকোর্টে গিয়ে আইনি লড়াই লড়বো।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর