শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুর মনোনয়ন জমা সাবেক ছাত্রলীগ নেতা সিজারের, বাতিলের অনুরোধ 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

ডাকসুর মনোনয়ন জমা সাবেক ছাত্রলীগ নেতা সিজারের, বাতিলের অনুরোধ 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন ভিপি প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী ছিলেন। অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছে হল প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।


বিজ্ঞাপন


অভিযুক্ত জুলিয়াস সিজার তালুকদার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল থেকে ছাত্রলীগের প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। তিনি ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

সিজারের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। তিনি ২০১৯ সালের ডাকসুতে স্বতন্ত্র জি এস পদপ্রার্থী ফরিদ হাসানকে পিটিয়ে আহত করেছেন। পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার পর করেছেন হলছাড়াও। মারধরের সময় তার সহযোগী হিসেবে আবির্ভূত হন সে সময় হল ছাত্রলীগ সভাপতি তাহসান আহমেদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এদিকে তৎকালীন ডাকসুর ভিপি নুরুল হক নূর মিছিল নিয়ে সলিমুল্লাহ মুসলিম হলে সামনে এলে তাকে ডিম ছুঁড়ে মারেন সিজার। এছাড়াও ঢাবি  শিক্ষার্থীদের সবচাইতে বড় ফেসবুক  গ্রুপ 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ' কে কুক্ষিগত করে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের প্রেক্ষিতে, হল সংসদ নির্বাচন-২০২৫ এর রিটার্নিং অফিসার ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ আবেদন করেছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার,অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে। এতে ভোটার তালিকা হতে জুলিয়াস সিজার তালুকদারের নাম বাদ দেওয়ার আবেদন করা হয় ৷


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে অভিযুক্ত সিজার বলেন, ২০১৭ সালের পর থেকে ছাত্রলীগে আমার কোনো পদ-পদবী নাই, এটা হল প্রথম কথা । দ্বিতীয়ত ছাত্রলীগের বিরুদ্ধে সরাসরি এক্টিভিজম করা, কথা বলা এটা গত পাঁচ বছরে আমি যতটুকু করছি আমার দেখা মতে আমার চাইতে বেশি আর কেউ করে নাই। এটা আপনি আমার টাইমলাইনে গেলেই দেখবেন৷

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর