ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল থেকে ইন্টারন্যাশনাল হল পর্যন্ত রাস্তা সংস্কারের উদ্দেশ্যে আরসিসি ঢালাই কাজ করা হবে। এসময় সর্বসাধারণকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১১ আগস্ট) নির্বাহী প্রোকৌশল অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১৩ আগস্ট (বুধবার) সকাল ৮টা থেকে ২১ আগস্ট (বৃহস্পতিবার) ভোর ৫টা পর্যন্ত রাস্তা মেরামতের কাজ করা হবে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ১৪ আগস্ট রাত ৮টা থেকে ১৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের চলাচল উক্ত রাস্তায় বন্ধ থাকবে।
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিলো হল পাড়ার রাস্তা সংস্কার করা। হল পাড়া অর্থাৎ যেখানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল অবস্থিত সেখানকার এই রাস্তা দীর্ঘদিন যাবৎ খানাখন্দে ভরা ছিলো। বৃষ্টি এবং অন্যান্য সময় শিক্ষার্থীদের ভুগতে হয় প্রতিনিয়ত। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘদিন পর ঢাবি প্রশাসন জিয়াউর রহমান হল থেকে ইন্ট্যারন্যাশনাল হল পর্যন্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
প্রতিনিধি/ক.ম/

