শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

করোনার প্রকোপ বাড়ায় জবিতে কড়াকড়ি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১০:৪৮ পিএম

শেয়ার করুন:

করোনার প্রকোপ বাড়ায় জবিতে কড়াকড়ি
ছবি: ঢাকা মেইল

মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরিধানসহ সকল প্রকার  সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজাম্মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার (কোভিড-১৯) সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরিধানসহ সকল প্রকার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করার নির্দেশ দেওয়া হচ্ছে।

সেই সঙ্গে সশরীরে পরীক্ষা ও ক্লাস পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর