শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

জাবিতে দ্রুত জাকসু নির্বাচন ও বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

জাবিতে দ্রুত জাকসু নির্বাচন ও বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব
ছবি: ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৯ তম সিনেট অধিবেশনে দ্রুততম সময়ে তিন দশক ধরে বন্ধ থাকা জাকসু সচলের জন্য নির্বাচন ও বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের প্রস্তাব দিয়েছেন সিনেটররা।

শুক্রুবার (২৪ জুন) উপাচার্যের বক্তব্যের মাধ্যমে সিনেট অধিবেশন শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতারের বাজেট উপস্থাপন পরবর্তী আলোচনায় বক্তারা এ প্রস্তাব দেন সিনেটররা।


বিজ্ঞাপন


এসময় রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, 'আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্লাটফর্ম জাকসু তিন দশক ধরে অচল হয়ে আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের এই প্লাটফর্মটি দ্রুত সচল করার অনুরোধ করছি। আমরা বঙ্গবন্ধুকে যেখানে-সেখানে ব্যবহার করছি। অথচ এই বিশ্ববিদ্যালয়ে এখনও কোন 'বঙ্গবন্ধু চেয়ার' নেই। দ্রুত বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের দাবি জানাচ্ছি।'

রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি মো. আনোয়ার হোসেন মিরধা বলেন, 'সিনেট, সিন্ডিকেট, ডিন সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচনগুলো কেন হয় না? আমাদের 'মাই ম্যান' চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারা বিকাশে গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচন খুবই জরুরি। বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংগুলোতে আমাদের অবস্থান খুবই খারাপ। এটি কেন হবে? আমাদের উচিত র‍্যাংকিং বজায় রাখার জন্য আলাদা কমিটি করা। এছাড়া গবেষণা খাতে বাজেট প্রতি বছরই কম। এটি বাড়ানো দরকার।'

 গ্রাজুয়েট প্রতিনিধি ও আইবিএ'র অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, 'আইবিএ সহ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো বিভাগের বয়স দশ বছর পূর্ণ হলেও তাদের কোন ভবন নেই। ক্লাসরুম, সেমিনার ল্যাব সংকটে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত এগুলো বাস্তবায়ন করা।'

এছাড়া সিনেটররা দ্রুততম সময়ে সিনেট সহ মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোর নির্বাচন, সমাবর্তন ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু উন্নয়নের দাবি জানান।


বিজ্ঞাপন


উল্লেখ্য, দীর্ঘ তিন বছর পর আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম সিনেট অধিবেশন হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অধিবেশন এখনও চলমান। 

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর