শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

একাদশের অনলাইন ভর্তি কার্যক্রম বন্ধ আজ

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শেষ হবে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। প্রথম পর্যায়ের ফল প্রকাশ হবে ২০ আগস্ট। পরবর্তীতে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে কলেজে ভর্তি শুরু হবে। এছাড়া প্রথম পর্যায়ের ফালফল প্রকাশের পর থেকেই দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে।

এর আগে গত ২৪ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তির কাজটি করা হবে।


বিজ্ঞাপন


অনলাইনে আবেদন যেভাবে—

অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইন ছাড়া ম্যানুয়ালি ভর্তির আবেদন করা হবে না। শিক্ষার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা। এ ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে শিক্ষার্থীদের। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির জন্য নির্বাচিত হবে।

তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।


বিজ্ঞাপন


এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর