শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মতিঝিল আইডিয়ালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

শেয়ার করুন:

মতিঝিল আইডিয়ালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
ছবি: সংগৃহীত।

রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের মতিঝিল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম। 
এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক এবং সম্মানিত অতিথিরা বক্তব্য দেন। তারা এই আন্দোলনে আহত ও নিহত যোদ্ধাদের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।  এ সময় জুলাইযোদ্ধা শিক্ষার্থীরা তাদের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ‘জুলাইযোদ্ধারা যে বিভীষিকাময় ঘটনার মধ্য দিয়ে জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছে, তা জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছে। তাদের চেতনা, মানবতা ও দেশপ্রেম আমাদের নিরন্তর অনুপ্রেরণা দেবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে আন্দোলনে আহত ও নিহত যোদ্ধাদের অবদানের স্বীকৃতি জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সম্পাদকের দায়িত্ব পালন করেন শরীফ সামছুলুল্লাহ পেনু।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর