শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রাক-প্রাথমিকের মেয়াদ হচ্ছে ২ বছর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

প্রাক-প্রাথমিকের মেয়াদ হচ্ছে ২ বছর
ছবি : সংগৃহীত

নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাক-প্রাথমিকের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকের মেয়াদ হবে ২ বছর, এতদিন যা ছিল একবছর মেয়াদী। এই দুই বছরের মধ্যে প্রথম বছর হবে প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২।  

বৃহস্পতিবার (২৩ জুন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (বুধবার) আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রাক-প্রাথমিকের মেয়াদ দুই বছর করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। যা আগামী বছর থেকে কার্যকর হবে। 


বিজ্ঞাপন


এ সিদ্ধান্তের ফলে চার বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীর বয়স চার বছর পূর্ণ হলে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হবে। এ শ্রেণিতে দুই বছর অধ্যয়ন শেষে শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হলে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবেন। এই দুই বছর প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২ নামে পরিচিত হবে।’ 

ইতোমধ্যে প্রাক-প্রাথমিকের জন্য নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। কারিকুলামে শিক্ষার্থীদের খেলার ছলে শেখার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।’

এসএএস/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর