শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাবি ভর্তি: ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ০৮:০৬ পিএম

শেয়ার করুন:

ঢাবি ভর্তি: ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক (বিএফএ) প্রথম বর্ষে ভর্তিতে প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বহুনির্বাচনি পরীক্ষায় প্রথম ধপে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৫০০ জন।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ওই তালিকা প্রকাশিত হয় বলে নিশ্চিত করেছেন ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজস্ব ড্যাশবোর্ডে লগইন করে অথবা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

প্রথম ধাপে নির্বাচিতদের আগামী ২ জুলাই লিখিত (ড্রয়িং) পরীক্ষায় অংশ নিতে হবে। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে গত শুক্রবার (১৭ জুন) ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে ঢাবির ‘চ’ ইউনিটে ভর্তিতে বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন সাত হাজার ৪৪৪ জন। এরমধ্যে ঢাকায় পরীক্ষা দিয়েছেন চার হাজার ৭৫৭ জন। এছাড়া সাতটি বিভাগে পরীক্ষা দিয়েছেন আরও দুই হাজার ৬৮৭ জন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর