মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় ইউজিসি’র তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাদ ধসের ঘটনায় ইউজিসি’র তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইউজিসির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


জানা যায়, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের ২য় তলার সাথে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ৮ জনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ও গুরুতর আহত ৩ জন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর