শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাঠ্যপুস্তকে যুক্ত হতে যাচ্ছে এনআইডি’র পাঠ

মো. মেহেদী হাসান হাসিব
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

পাঠ্যপুস্তকে যুক্ত হতে যাচ্ছে এনআইডি’র পাঠ

শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঠ্যপুস্তকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব ও কার্যক্রম অন্তর্ভুক্ত করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ ইসির সব পর্যায়ের কর্মকর্তার কাছে লিখত আকারে চাইবে সংস্থাটি।

ইসির কর্মকর্তারা বলছেন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা নিয়ে এখনো অনেকে সচেতন নয়। তারা জানেনই না যে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে এটির কার্যক্রম সম্পন্ন করা হয়, এনআইডির গুরুত্ব কতটুকু।


বিজ্ঞাপন


তাছাড়া, তথ্যের ভুল থাকলে একধরনের ভোগান্তি পোহাতে হয়। এ বিষয়ে যাতে আগে থেকে সচেতন হতে পারে তরুণ প্রজন্ম সে কারণে পাঠ্যপুস্তকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার যাবতীয় কার্যক্রম ও গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

জানা যায়, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির প্রস্তাব পাঠানোর লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক। পাঠ্যপুস্তকে লেখা আহ্বানের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের দলিল। নাগরিকদের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা প্রাপ্তিতে এনআইডি অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। বর্তমান প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। বিষয়টি শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠার জন্য সহায়ক হবে। এজন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব। নিবন্ধন প্রক্রিয়া, এবং এর ব্যবহার সংক্রান্ত বিষয়বস্তু সংযুক্ত করা প্রয়োজন। প্রস্তাবিত বিষয়বস্তুটি গল্প, সংলাপ, নাটিকা, বা প্রবন্ধ আকারে উপস্থাপন করা হলে শিক্ষার্থীরা সহজে বিষয়টি বুঝতে পারবে এবং বাস্তবজ্ঞান অর্জন করতে পারবে।

পাঠ্যপুস্তকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়াসহ যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয়ে জানতে চাইলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, “এখন যারা শিশু ও কিশোর রয়েছে তারা যাতে আগে থেকেই জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব বুঝে উঠতে পারে সে লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকার গুরুত্ব, নিবন্ধন প্রক্রিয়া, ব্যবহার এবং সচেতনতা সৃষ্টি করার জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের সব বিষয় যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ছোট গল্প, নাটিকা, সংলাপ বা প্রবন্ধ আকারে পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা হতে পারে। এতে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে। এজন্য মাঠ পর্যায়সহ নির্বাচন কমিশন সচিবালয়ের সব পর্যায়ে কর্মকর্তাদের এ সংক্রান্ত লেখা আহ্বান করা হবে।”

এনআইডি ডিজি বলেন, “পাঠ্যপুস্তকে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে কার্যক্রম অন্তর্ভুক্ত করার অন্যতম কারণ হলো শিক্ষার্থীরা যাতে দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। এছাড়া ভবিষ্যতে প্রজন্ম যাতে জাতীয় পরিচয়পত্রে ভুল তথ্য প্রদানে সতর্ক হয়ে উঠতে পারে সেটিও এখনে উল্লেখ করা হবে।”

বিগত সময়গুলোতে জাতীয় পরিচয়পত্রের বিষয়ে সচেতন না থাকার কারণে ভুল তথ্য প্রদান করে এনআইডি নেওয়ার ফলে পরবর্তীতে এনআইডি সংশোধনে আসলে নানা রকম জটিলতা পড়তে হয় নাগরিক ও ইসি দুই পক্ষকেই। সেজন্য আগে থেকে এর গুরুত্ব ও নিবন্ধনের সময় সঠিক তথ্য প্রদানে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করছে ইসি।

সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

এমএইচএইচ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর