মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

MUS
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব (উপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন

সাড়ে ৬৫ হাজার প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি

আরো বলা হয়েছে, গ্রেড-১০ হতে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ হতে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে কেউই ১৫০০ টাকার কম পাবেন না।

এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর