শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাঙা হবে ঢাবির চারটি হল ও একটি হোস্টেল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

DU
ঢাকা বিশ্ববিদ্যালয়।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্পের আওতায় আবাসিক ভবন নির্মাণের উদ্দেশে ছেলেদের চারটি হল ও মেয়েদের একটি হোস্টেল ভেঙে সম্প্রসারণ করা হবে।

বুধবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।


বিজ্ঞাপন


ছাত্রীদের আবাসিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে শাহনেওয়াজ হোস্টেল ভেঙে ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্রী হল নির্মাণ করা হবে। পাশাপাশি শামসুন নাহার হলের বিদ্যমান হাউজ টিউটর কোয়ার্টার ও গ্যারেজ ভেঙে ৬০০ ছাত্রীর জন্য দুটি ব্লকে ১০ তলা ও ৬ তলা ভবন নির্মাণ; লেদার ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ইনস্টিটিউটের স্টাফ কোয়ার্টার ভেঙে ৫০০ ছাত্রীর জন্য দুটি ব্লকে ১১ তলা ও ৮ তলা ভবন নির্মাণ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রোভোস্ট বাংলো, হাউজ টিউটর ও তিন তলা সিকদার মনোয়ারা ভবন ভেঙে ৫০০ ছাত্রীর জন্য ১০ তলা ভবন নির্মাণ করা হবে।

শাহনেওয়াজ হোস্টেলে কাজ চলাকালীন সময়ে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্য ভবনে থাকার সুবিধা দেওয়া হবে।

ছাত্রদের আবাসিক ভবন নির্মাণ ও সম্প্রসারণের উদ্দেশে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেড ভেঙে ১৩০০ ছাত্রের জন্য দুটি বরলকে ১২ তলা ও ৮ তলা ভবন নির্মাণ; মাস্টারদা সূর্য সেন হলের উত্তরভাগ ভেঙে ১১০০ ছাত্রের জন্য ১১ তলা ভবন নির্মাণ; ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের শহীদ আতাউর রহমান খান ভবন ও ক্যাফেটেরিয়া ভেঙে ১২০০ ছাত্রের জন্য দুটি ব্লকে ১৫ তলা ও ৬ তলা ভবন নির্মাণ এবং হাজী মুহম্মদ মহসীন হলের টিন শেড ও একতলা প্রধান অংশ ভেঙে ১০০০ ছাত্রের জন্য দুই ব্লক বিশিষ্ট ১২ তলা ও ৬ তলা ভবন নির্মাণ করা হবে।

এছাড়া ঢাবির ড. কুদরত-ই-খুদা হলের বাংলো ভেঙে ৫০০ ছাত্রের জন্য তিনটি ব্লকে ১০ তলা, ৮ তলা ও ৫ তলা ভবন নির্মাণ করা হবে।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর