মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

JU
জবিতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের পুরস্কার নিচ্ছে ফার্মেসি বিভাগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

‘যুক্তিযুদ্ধের সব্যসাচী, চেতনায় অনির্বাণ’— এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার (২৮ জুলাই)।


বিজ্ঞাপন


চূড়ান্ত পর্বে ইসলামিক স্টাডিজ বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফার্মেসি বিভাগ। যুক্তির ধার, বুদ্ধিমত্তা ও তথ্যনির্ভর উপস্থাপনায় দর্শক-নির্বাচক সবাইকে মুগ্ধ করে বিজয় ছিনিয়ে নেয় তারা।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন- মো. তৌফিকুর রহমান, ইসমাইল হোসেন সৌরভ, তানজিম পাটোয়ারী। 

আয়োজক সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং জবির ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।


বিজ্ঞাপন


শুভেচ্ছা বক্তব্য দেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর