সারাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জুলাইয়ের স্থগিত হওয়া অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই অনুষ্ঠান পালনের জন্য দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে ২৫০০ টাকা করে বরাদ্দ দিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ এর অধিশাখার উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের স্বাক্ষর করা এক পত্রে ২৩ জুলাই বুধবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আগামী ২২ থেকে ২৪ জুলাই তিন দিনব্যাপী অনুষ্ঠান হওয়ার কথা ছিল যা স্থগিত করা হয়েছিল। উক্ত অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হবে।
এর আগে গত মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটনার পরিপ্রেক্ষিতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর ২৪ জুলাইয়ের সকল অনুষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ২৪ জুলাই সারাদেশের সকল প্রাইমারি স্কুলে একযোগে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
এফএ

