মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

সচিবালয়ের সামনে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে আহত ৫০

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে সরকারের গড়িমসিতে সচিবালয় ঘেরাও করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।


বিজ্ঞাপন


sachibaloy1

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গতকাল বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন কলেজের অনেক শিক্ষার্থী মারা গেছে। এমন দুঃখজনক ঘটনার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। হঠাৎ করে রাত ৩টার সময় সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে পরীক্ষা দিতে বের হয়ে জানতে পারি পরীক্ষা স্থগিত হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্তের জন্য আমরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ চাই।

sachibaloy2

সচিবালয় ঘেরাওয়ে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। সচিবালয় থেকে শিক্ষার্থীদের হটানো গেলেও গুলিস্তানে অবস্থান নিয়েছে তারা। পুলিশ দফায় দফায় ধাওয়া করছে, শিক্ষার্থীরা আবারও জড়ো হচ্ছে। ফলে সচিবালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।


বিজ্ঞাপন


এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরক প্রত্যাহার করেছে সরকার।

এমআর/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর