বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

বন্যাকবলিত শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি
ফাইল ছবি

গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত এলাকাগুলোর শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি)। সেই সঙ্গে নির্দিষ্ট ছকে শিগগিরই এসব তথ্য পূরণ করে মাউশিতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুন) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


অফিস আদেশে বলা হয়েছে, বর্তমানে বর্ষায় অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় মাউশির আওতাধীন জেলা/উপজেলায় কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত এবং কতজন শিক্ষার্থী বন্যাকবলিত রয়েছে, তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের ই-মেইলে ([email protected]) সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সকল তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের (মাধ্যমিক) ই-মেইল থেকে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তবে বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা উপজেলা কিংবা জেলা থেকে তথ্য প্রেরণ গ্রহণযোগ্য হবে না বলেও বিজ্ঞপ্তি উল্লেখ রয়েছে।

এসএএস/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর