সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতের সমাবেশ: শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ঢাবি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

শেয়ার করুন:

DU
ঢাকা বিশ্ববিদ্যালয়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর শনিবারের (১৯ জুলাই) সমাবেশকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই বার্তা দেওয়া হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এ জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার প্রস্তুতি নেবেন, যেন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর