‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে শহীদ আবু সাঈদসহ সকল শহীদকে স্মরণে ‘শহীদ স্মরণ মিছিল’, আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
‘শহীদ স্মরণ মিছিল’ শেষে সংগঠনের বাকৃবি শাখার সভাপতি সঞ্জয় রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সম্পাদক জাবের ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পুষ্পিতা ভট্টাচার্য।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল, যা ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ের চূড়ান্ত পথ উন্মুক্ত করেছিল। শহীদ আবু সাঈদের মৃত্যু ছিল সেই আন্দোলনের স্ফুলিঙ্গ, যা গোটা দেশে গণজোয়ার সৃষ্টি করে।’
তাঁরা আরও বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও গণঅভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা ছিল, তা আজও পূরণ হয়নি। বরং বিচারহীনতা, দমন-পীড়ন আরও বেড়েছে। জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া অগ্রসর হয়নি, শহীদদের সঠিক তালিকা প্রকাশ করা হয়নি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি এবং শহীদ পরিবারগুলো পুনর্বাসিত হয়নি।’
সমাবেশ থেকে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে নতুন প্রজন্মকে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্র-জনতার ঐক্যের মাধ্যমে শোষণহীন সমাজ গড়ার প্রত্যয়ে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান পরিবেশনের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

