শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তির সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

কপাল খুলছে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের!
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদনের সময়সীমা আগামী ২২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

গত ৮ জুলাই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (১৫ জুলাই) এ আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল। সেদিনই নতুন করে আরও এক সপ্তাহ সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর