রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

স্বতন্ত্র কাউন্সিলের দাবিতে ইউনানি-আয়ুর্বেদিক শিক্ষার্থীদের মানববন্ধন

স্বতন্ত্র আইন কাউন্সিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন সরকারি ও বেসরকারি বিভিন্ন ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের কয়েকশত শিক্ষার্থী। 


বিজ্ঞাপন


আন্দোলনকারীরা জানান, গত ১৪ দিন ধরে চলছে সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন। এতে পূর্ণ সংহতি জানিয়েছে সব ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও তাদের পেশাজীবী সংগঠনও।

তাদের দাবি স্বতন্ত্র কাউন্সিল গঠন, দীর্ঘ ৩৫ বছর ধরে আইন ছাড়া টালবাহানার মধ্যে চলতে থাকে। স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়ে বার বার বলা সত্ত্বেও তারা কোন কর্ণপাত করে নি। স্বাস্থ্য অধিদপ্তর ১৯৯৬ সালের নীতিমালা অনুসারে BMDC আদলে পৃথক কাউন্সিল গঠনের কথা বলা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি।

শেষ বর্ষের শিক্ষার্থী আহসান হাবীব জানান, ১৯৯৬ সালের নীতিমালা অনুসারে, স্বাস্থা অধিদপ্তর অস্থায়ী কাউন্সিল হিসেবে BAMS, BUMS চিকিৎসকদের রেজিষ্ট্রেশন প্রদান করবে এবং BMDC আদলে একটি পৃথক কাউন্সিল গঠনের জন্য বলা হয়। কিন্তু আজ ২৯ বছর পার হওয়ার পরেও কাউন্সিল গঠিত হয়নি। এতে চিকিৎসকরা পেশাগত জীবনে নানাবিধ সমস্যায় পড়ছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা, চিকিৎসা সেবার মান উন্নয়ন, উচ্চ শিক্ষা সংক্রান্ত জটিলতা, নিয়োগ সংক্রান্ত জটিলতা ইত্যাদি।

এর মধ্যে ৩৬তম ব্যাচে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার ঘোষণা দেওয়া হয় সরকারিভাবে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের বাধায় গতকাল রোববার (১৩ জুলাই) পর্যন্ত ভর্তি হতে পারেনি কোনো শিক্ষার্থী।


বিজ্ঞাপন


আন্দোলনকারীদলর প্রতিনিধি ইসমাইল ঢাকা মেইলকে জানায়, কাউন্সিলের দাবিতে মানববন্ধন করে তিনটি মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী। কলেজগুলো- সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, লক্ষ্মীপুর রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ, বগুড়া হামদর্দ ইউনানি মেডিকেল কলেজ।

উল্লেখ্য, প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে ইউনানি বিভাগে ২৫ ও আয়ুর্বেদিক বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান ২৫ জন শিক্ষার্থী। অচলাবস্থার কারণে শূন্য আসন রেখেই শেষ হতে চলেছে ভর্তির প্রক্রিয়া। কেননা, আজ ইউনানি-আয়ুর্বেদিক কলেজে ভর্তি শেষ তারিখ। আন্দোলনের কারণে হয়তো আজও কেউ ভর্তি হতে পারবেন না।

আন্দোলনরত মেডিক্যাল শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র কাউন্সিল গঠন না হওয়া পর্যন্ত আর কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হতে দেবেন না তারা। ভাই বর্তমান শিক্ষার্থী ও চিকিৎসকদের ভবিষ্যৎ সুরক্ষায় স্বতন্ত্র কাউন্সিল গঠনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তারা।

ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ঘোষণা হলেও ক্যাম্পাসে অবস্থান করে তা প্রতিহত করার কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত মেডিক্যাল কলেজটির শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, মিরপুরের শিক্ষার্থী আহসান হাবিব, ফরহাদ রেজা, শহিদুজ্জামান সাজিদ ও ইসমাইল হোসেন।

এমআর/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর