শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং বডির সদস্যদের আবেদনের বিষয়ে কড়া নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এদের কেউই সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না।
অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্মারকে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা বা ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন না করার নির্দেশনা আগে থেকেই জারি ছিল। ২০১১ সালের ৩০ জুনের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক (যার নম্বর শিম/শা:১১/৩-৭/২০১১/২৯৯) অনুযায়ী এ নির্দেশনা প্রচলিত আছে।
কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গেছে, অনেক শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও ম্যানেজিং কমিটির সদস্য সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করছেন। এতে প্রশাসনিক প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে এবং বিধিভঙ্গ হচ্ছে।
এমন পরিস্থিতিতে আগের নির্দেশনাকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মাউশির আওতাধীন কেউই আর সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন না। বরং সব আবেদন যথাযথ পদ্ধতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মাধ্যমে পাঠাতে হবে।
বিজ্ঞাপন
এ নির্দেশনা অমান্য করলে তা প্রশাসনিক শৃঙ্খলার ব্যত্যয় হিসেবে বিবেচিত হবে বলে চিঠিতে বলা হয়েছে।
এএসএল/এএইচ

