জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নিয়মিত প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত করা যাবে ফরম পূরণ।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আবেদন ফি বাবদ চারশত টাকা কলেজ থেকে নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা কলেজে সরাসরি ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে।
আরও জানানো হয়েছে, ২৬ মে প্রকাশিত আগের ভর্তি বিজ্ঞপ্তির সব নিয়ম ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের পোর্টালে লগইন করে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো প্রিলি অপশন থেকে পে স্লিপ ডাউনলোড করে তা প্রিন্ট করে নির্ধারিত সোনালী ব্যাংকে জমা দিতে হবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://www.nu.ac.bd/ জানা যাবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি ৩০ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে । এরপর আবেদন ফি জমা দেয়া যাবে ৩১ জুলাই পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষকে অনলাইনে আবেদন নিশ্চয়ন করতে হবে ৩ আগস্টের মধ্যে।
বিজ্ঞাপন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফান্ডে আবেদন ফি জমা দেয়া যাবে ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত।
এএসএল/এএইচ

