শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবতেদায়ি মাদরাসার এমপিওভুক্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

কপাল খুলছে স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের!
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। ছবি: সংগৃহীত

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ জুলাই)। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

www.tmed.gov.bd, www.dme.gov.bd ও www.banbeis.gov.bd ওয়েবসাইটে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।


বিজ্ঞাপন


বিভাগের উপসচিব (এমপিও) মো. আব্দুল হান্নান বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসের ওয়েবসাইটে প্রদর্শিত লিংক থেকে অনুদানভুক্ত মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য আবেদন করতে পারবে।

সম্প্রতি ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করা হয়েছে। আবেদন করা মাদরাসাগুলোর তথ্য যাচাই-বাছাই শেষে নীতিমালা অনুযায়ী যোগ্য বিবেচিত মাদরাসাকে এমপিওভুক্ত করা হবে।

আবেদন সরাসরি, ইমেইল বা পত্রের মাধ্যমে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ অথবা এর অধীন কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা ও জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রস্তুত করা হবে।

এর আগে অনুদানভুক্ত ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য ‘নতুন করে আবেদন লাগবে না’ বলে জানিয়েছিলেন মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক। তবে নীতিমালা জারির পর মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন চাইল শিক্ষা মন্ত্রণালয়।


বিজ্ঞাপন


এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর