শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফল জালিয়াতির ঘটনায় বরখাস্ত হলেন সচিব নারায়ণ চন্দ্র নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

ফল জালিয়াতির ঘটনায় বরখাস্ত হলেন সচিব নারায়ণ চন্দ্র নাথ

নিজের ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে অবশেষে বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র নাথ।

আজ সোমবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, এর আগে তিনি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। গত ১৭ জুন তিনি ছেলের ফল জালিয়াতির মামলায় কারাগারে যান। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।

গত ২১ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে ছেলেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথসহ চারজনের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। মামলার অন্য আসামিরা হলেন— নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, শিক্ষা বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ বাদী হয়ে থানায় এ বিষয়ে মামলা করেন।

নারায়ণ চন্দ্র নাথ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিবের দায়িত্ব পালনকালে ২০২৩ সালে তার ছেলে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশিত হওয়ার পর জালিয়াতির অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

অভিযোগ ওঠার পর ২০২৪ সালে ৯ জুলাই তাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে পদায়ন করা হয়।


বিজ্ঞাপন


গত বছরের ১৭ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) শৃঙ্খলা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়, তদন্তে নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এজন্য তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ও নক্ষত্রের ফল বাতিলের নির্দেশনা দেওয়া হয়। তারপরই ২০২৪ খ্রিষ্টাব্দের ২৩ সেপ্টেম্বর নারায়ণকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর