শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইউরোপিয়ান ইউনিভার্সিটি নিয়ে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম

শেয়ার করুন:

UU
ইউরোপিয়ান ইউনিভার্সিটি।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজ এবং প্রশাসন নিয়ে সম্প্রতি কিছু বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হয়েছে বলে অভিযোগ, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়। 


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নামে ক্রয় করা শ্যামলী ক্যাম্পাস ৩০ কোটি টাকায় আহমেদ ফরহাদ খান বিক্রি করে দিয়েছেন। আসলে এমন নামের বিশ্ববিদ্যালয়ের কোনো স্পেসই ছিলা না বলে জানানো হয়। 

এছাড়া ২০১৫ সালে গাবতলীতে ৬৮ শতাংশ একটি জায়গা ক্রয় করে সেখানে ক্যাম্পাস নির্মাণ চলছে। পাশাপাশি বর্তমান চেয়ারম্যান আহম্মেদ ফরহাদ খান বিভিন্ন উন্নয়ন খাতের নামে অর্থ আত্মসাত করছে এমন অভিযোগেরও কোনো ভিত্তি নেই। বিশ্ববিদ্যালয়ের সকল ব্যয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। 

আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে স্টাফদের চাকরিচ্যুত করার অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই তাদের ছাটাই করা হয়েছে। এছাড়া চেয়ারম্যানের নিয়োগের ব্যাপারে প্রশ্ন তোলা হয়। কিন্তু তাকে নিয়োগ দেওয়া হয়েছে ইউজিসির সকল নিয়ম মেনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ড অব ট্রাস্টি থেকে ফারজানা আলমকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তার পিএইচডি ফেইক হওয়ায় নিজেই পদত্যাগ করেছেন এবং তার বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। 


বিজ্ঞাপন


অন্যদিকে ড. মকবুল আহমেদ খানের বিরুদ্ধে কঠোর ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বোর্ড অব ট্রাস্টি থেকে নিজেই পদত্যাগ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। 

মকবুল আহমেদের পদত্যাগের পর সকলের সম্মতিতে আহমেদ ফরহাদ খানকে ইউবি’র চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। পরবর্তীতে একাডেমিকসহ বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে বিষয়টি আদালতে মামলা হিসেবে চলমান।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর