শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর ও হামলা চেষ্টার ঘটনায় জবিসাসের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০২ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

JU

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিস কক্ষ ভাঙচুর ও ছাত্রদল কর্তৃক হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

বুধবার (২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।


বিজ্ঞাপন


গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৯ জুন রাতে হাবিপ্রবির শহীদ জিয়াউর রহমান হলে শাখা ছাত্রদলকর্মী কর্তৃক এক শিক্ষার্থীকে অবৈধভাবে হলে তোলার চেষ্টা করলে সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করেন। এরপর শামীম আশরাফী নামে ছাত্রদলের এক কর্মী হাবিপ্রবি সাংবাদিক সমিতিকে ক্ষমা চাইতে বলেন, তা না হলে নতুনভাবে সাংবাদিকতা শেখানো হবে বলে ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দেন। 

এরই জেরে ৩০ জুন সন্ধ্যায় ছাত্রদলকর্মী আশরাফীর নেতৃত্বে ৮-১২ জনের একটি দল হাবিপ্রবিসাস অফিসে হামলা চালায়। এতে কার্যালয়ের কম্পিউটার, নথিপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণমাধ্যম রাষ্ট্রের দর্পন। গণমাধ্যমকর্মীরা সকল অন্যায়-অনিয়ম তুলে ধরেন। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যেভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরা হয়েছিল, বর্তমানেও আমরা দেখছি একটি মহলের মধ্যে তেমনভাবে গণমাধ্যম নিয়ে ফ্যাসিবাদী চিন্তার প্রতিফলন ঘটছে। তারা পেশি শক্তির জোরে এখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়। 

গণমাধ্যমের ওপর ন্যাক্কারজনক হামলা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এমন ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার অন্তরায়। রাষ্ট্র, সরকার এবং রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে পরিচালিত করতে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই। আমরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস কক্ষ ভাংচুর এবং সাংবাদিকদের ওপর হামলার চেষ্টার ঘটনায় ন্যায় বিচারের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হওয়া সকল হামলার বিচার চাই। 


বিজ্ঞাপন


এসময় নেতৃবৃন্দরা ওই হামলার চেষ্টা এবং সাংবাদিক সমিতির অফিস ভাঙচুরের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর