শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাত্র অধিকার পরিষদের জকসু নির্বাচনসহ ৩ দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ছাত্র অধিকার পরিষদের জকসু নির্বাচনসহ ৩ দাবি

জকসু নির্বাচন, ক্যাফেটেরিয়ার মানোন্নয়ন ও কাজ সম্পন্ন হওয়া ফুড কার্ট দ্রুত চালুর দাবিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদ। 

রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করে এ সকল দাবি জানিয়েছে।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে জবি ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ জানান, ঐতিহাসিক জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোডম্যাপ হলেও অত্যন্ত দুঃখজনকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে প্রশাসনের কার্যক্রম অত্যন্ত ধীরগতির এবং সদিচ্ছার অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর গণতান্ত্রিক প্রতিনিধিত্বের জন্য প্রশাসনের কাছে জকসু নির্বাচনের একটি নির্দিষ্ট সময়সীমা ভিত্তিক রোডম্যাপ প্রকাশের জোরালো দাবি জানানো হয়েছে।

তারা আরও জানান, বিশাল সংখ্যক শিক্ষার্থীর চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোও অত্যন্ত করুণ ও অসম্পূর্ণ। একটিমাত্র ক্যাফেটেরিয়া, পর্যাপ্ত পানির ফিল্টার নেই, বসার জন্য প্রয়োজনীয় স্থান নেই এবং খাবারের মান নিয়েও অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন একটি ফুড কার্ট চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। তাই, শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ট’ কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসময় দ্রুত এসকল দাবি মানা না হলে বৃহত্তর ছাত্রস্বার্থে গণতান্ত্রিক ও সাংগঠনিক আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার তিনটি দাবি হলো—


বিজ্ঞাপন


১. দ্রুত সময়সীমা নির্ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে;

২. বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও সেবার মানোন্নয়ন করে শিক্ষার্থীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে;

৩. শিক্ষার্থীদের স্বল্পমূল্যে মানসম্মত খাদ্য নিশ্চিত করতে ঘোষিত ‘ফুড কার্ট’ কার্যক্রম দ্রুত চালু করতে হবে এবং এর বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর