শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু সেই আনিসার

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০২:০৮ এএম

শেয়ার করুন:

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু সেই আনিসার
প্রথম পরীক্ষা মিস করা শিক্ষার্থী আনিসা আরিফা।

আজ থেকে এইচএসসি পরীক্ষায় বসবেন সেই আনিসা আরিফা, অসুস্থ মা-কে হাসপাতালে ভর্তি করাতে গিয়ে দেরি হওয়াতে যিনি প্রথম পরীক্ষাটি (বাংলা প্রথম পত্র) দিতে পারেনি। রোববার (২৯ জুন) অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেবেন তিনি। 

শনিবার (২৮ জুন) আনিসা জানান, বাংলা দ্বিতীয় পত্রের জন্য প্রস্তুতি নিয়েছেন এবং রোববার যথাসময়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেবেন। একই কথা জানিয়েছেন তার মা মুসলিমা আহমেদ সুবর্ণা এবং তার কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।


বিজ্ঞাপন


রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মায়ের হঠাৎ অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি তিনি। কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি। 

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়। এরপরই বর্তমান সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আপাতত বাংলা দ্বিতীয় পত্র থেকে তার এইচএসসি মিশন শুরু হচ্ছে।

আনিসার মা বলেন, ‘আমি আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে রোববার পরীক্ষায় অংশগ্রহণ করবে। সে প্রস্তুতি নিচ্ছে।’ 

এর আগে গত বৃহস্পতিবার এইচএসসি প্রথম পরীক্ষার দিনে আনিসার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে তিনি সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন।


বিজ্ঞাপন


কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়েছিলেন, তাই তাকে বিরক্ত করা হয়নি। পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়েছে। সে জানিয়েছে, রোববারের পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।

ঘটনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো যোগাযোগ হয়েছিল কি না জানতে চাইলে অধ্যক্ষ বলেন, ‘আমার ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।

অর্থাৎ, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুবিবেচনা করলে সব পরীক্ষা শেষ করার পর বাংলা প্রথম পত্রের পরীক্ষায়ও বসতে পারবেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর