শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নবীন শিক্ষার্থীদের আগমনে জবি শিবিরের ফল উৎসব 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন ২০২৫, ০২:৩৩ পিএম

শেয়ার করুন:

নবীন শিক্ষার্থীদের আগমনে জবি শিবিরের ফল উৎসব 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শিবিরের এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ফল উৎসবের উদ্বোধন করেন। শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম ও আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থাও রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী—সকলকেই অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।

জবি উপাচার্য বলেন, শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখে অন্য ছাত্র সংগঠনগুলোও শিক্ষার্থীদের জন্য কাজ করবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর