শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন দুই সদস্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

ju
সিন্ডিকেটের নতুন দুই সদস্য। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞাপন


নতুন দুই সিন্ডিকেট সদস্য  হলেন— সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান ও  ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী অ্যাকাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে উপাচার্য  আপনাকে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।

এ মনোনয়ন ২২ জুন ২০২৫ থেকে কার্যকর হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন নিয়োগ পাওয়া সিন্ডিকেট সদস্য অধ্যাপক মোস্তফা হাসান সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রণক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর