বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে এবং বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)-এর সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরিবেশ ক্লাব গঠন করা হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।
শোভাযাত্রার উদ্ধোধন করে প্রধান অতিথি পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ক্যাপস এবং ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শোভাযাত্রার শেষে তিনি কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।
এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। তিনি বলেন, যুগোপযোগী পরিবেশ শিক্ষা এবং বাস্তবমুখী উদ্যোগ ছাড়া দূষণ ও জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়। কলেজের পরিবেশ ক্লাব তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এইচ এম ওয়ালীউল্লাহ, উপাধ্যক্ষ এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক লিয়াকত আলী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ক্যাপসের পক্ষ থেকে কলেজের পরিবেশ ক্লাবকে একটি এয়ার কোয়ালিটি ডিটেক্টর ও সাউন্ড লেভেল মিটার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের হাতে-কলমে পরিবেশগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে।
পরিবেশ ক্লাবের মূল লক্ষ্য হবে— কলেজ পর্যায়ে বায়ুদূষণ ও শব্দদূষণের নিয়মিত পর্যবেক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তথ্যভিত্তিক কার্যক্রম গ্রহণ ইত্যাদি।
শোভাযাত্রা ও ক্লাব গঠনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক হাসিনা দিল আফরোজ, আসলিমা আক্তার, ফারিয়া জামান এবং শাহরিয়ার জাহান।
এই আয়োজনে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় তাদের প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং আগামীতেও নিয়মিতভাবে পরিবেশবান্ধব কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার করেন।
এমআইকে/এফএ

