শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় শিক্ষাবৃত্তি, আবাসন ভাতা ৩৮৫০০ ডলার, অনুদান ৩০০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

Australia education

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটির মেলবোর্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্কলারশিপ ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’ দেয়। এই বৃত্তির আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়। 

সুযোগ-সুবিধা


বিজ্ঞাপন


সম্পূর্ণ টিউশন ফি। প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৮ হাজার ৫০০ মার্কিন ডলার দেবে; আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার দেবে; স্বাস্থ্য বিমা প্রদান করবে।

স্কলারশিপের সংখ্যা
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেয়। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। একাডেমিক ফলাফল ভালো হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এ স্কলারশিপ পুরো বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 

আবেদন প্রক্রিয়া
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর যদি স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।


বিজ্ঞাপন


স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships এই ওয়েবসাইট ভিজিট করুন। 

এএসএল/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর