বাতিল হয়ে যাওয়া কারিকুলামের ওপর প্রশিক্ষণের নামে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৯ জুন) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
দুদকের সূত্র জানিয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী শিক্ষকদের জন্য চলমান তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রমের অনিয়ম খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যাদি, প্রশিক্ষণ মডিউল, প্রশিক্ষণে ব্যবহৃত উপকরণ এবং উপকরণ ক্রয়ের যাবতীয় নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে।
প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ, তাদের ক্রয় প্রক্রিয়া এবং ট্রেনিং মডিউলের বৈধতা নিয়ে এনফোর্সমেন্ট টিম গভীর পর্যবেক্ষণ চালিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, অভিযানে সংগৃহীত সকল তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে, যার ভিত্তিতে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এমআই/এফএ

