শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসিতে যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

Cal

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য আটটি নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

এর আগে ছয়টি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকলেও আরও নতুন দুটি মডেল সংযোজন করে মোট আটটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বোর্ড। 


বিজ্ঞাপন


গত সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত জরুরি স্মারকে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নন-প্রোগ্রামেবল আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

সেগুলো হলো— এফএক্স ৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স ৯৯১ইএস, এফএক্স ৯৯১ইএসপ্লাস ও এফএক্স ৯৯১ সিডাব্লিউ। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা যেসব ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন সেগুলো হলো— এফএক্স-১০০এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৮২এমএস, এফএক্স-৯৯১ইএক্স ও এফএক্স-৯৯১এমএস ও এফএক্স ৯৯১ ইএসপ্লাস। এছাড়া শিক্ষার্থীরা চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।


বিজ্ঞাপন


এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর