বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. তাওহিদুল ইসলাম ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাত ১২টার পর দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি ব্যক্তিগত কারনে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ন্যায়সঙ্গত আন্দোলন এবং সংগঠনের যৌক্তিক লক্ষ্য-উদ্দেশের প্রতি আমার পূর্ণ সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
পদত্যাগী সাংগঠনিক সম্পাদক তার পোস্টে সংগঠনের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সংগঠনের কল্যাণে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
গত ২০২৪ সালের ১৮ডিসেম্বর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেখানে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান তাওহিদুল ইসলাম।
/এএস