করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও কঠোর স্বাস্থ্যবিধি কার্যকর করা হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সাময়িকভাবে সীমিত করা হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ভাইস চ্যান্সেলরের মূল ক্যাম্পাস এবং নগর কার্যালয়ে সরাসরি সাক্ষাৎ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমিত থাকবে।
বিজ্ঞাপন
সাক্ষাৎ করতে হলে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
এছাড়া আগের দেওয়া নির্দেশনাগুলোও বহাল থাকবে বলে জানানো হয়। গত ১২ জুন ২০২৫ সালে জারি হওয়া সেই নির্দেশনায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক সভা সরাসরি নয়, অনলাইনে—বিশেষ করে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
নতুন নির্দেশনায় আরও কিছু স্বাস্থ্যবিধির কথা স্পষ্ট করে বলা হয়েছে— বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরে মাস্ক বাধ্যতামূলক; উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারারের দপ্তরে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না এবং কোনো দপ্তরে একসঙ্গে তিনজনের বেশি থাকা যাবে না।
যদি কারও মধ্যে করোনার উপসর্গ দেখা দেয়, তাহলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সার্ভিসেস বিভাগ অথবা আইইডিসিআরের হটলাইন নম্বরে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগ করে কোভিড টেস্ট করাতে হবে।
বিজ্ঞাপন
পরীক্ষার ফলাফল দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনাগুলো আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। করোনা পরিস্থিতির উন্নয়ন বা অবনতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএসএল/এইউ