সারা দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) একযোগে মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়।
এর আগে পহেলা জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন থেকে শুরু হবে। বিষয়টি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন অনুমোদন করেন বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশের ৩৭ সরকারি ও ৬৭ অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ ছিল। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে দেখা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এএসএল

