ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য আজ সোমবার (১৬ জুন) নির্বাচন কমিশন ঘোষণা করা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় সিন্ডিকেট মিটিংয়ের পর এই কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের আশঙ্কা, নির্বাচন কমিশন ঘোষণায় বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে। ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে এই অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, নির্বাচন কমিশন এবং নির্দিষ্ট সময়সীমা (তফসিল) ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল ৫টায় আমাদের সিন্ডিকেট মিটিং রয়েছে। আমরা আশাবাদী যে, এই মিটিংয়ে ডাকসু নির্বাচন কমিশন পাস করানো সম্ভব হবে। ডাকসু নির্বাচনের পরবর্তী সকল কার্যক্রম এই নবগঠিত নির্বাচন কমিশনই পরিচালনা করবে।
বিন ইয়ামিন মোল্লা বলেন, সোমবারের সিন্ডিকেট মিটিংয়ে যেন কোনো ছাত্রবিরোধী সিদ্ধান্ত বা সুপারিশ না আসে, সেই বার্তা দিতেই আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীদের একমাত্র দাবি হলো ডাকসু নির্বাচন। এই নির্বাচন যেকোনো মূল্যেই হতে হবে। আমরা মনে করি, একটি পক্ষ ডাকসু নির্বাচন পেছানোর জন্য টালবাহানা করছে। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমাদের এই অবস্থান কর্মসূচি নির্বাচন কমিশন ও নির্দিষ্ট সময়সীমা তথা তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত চলবে।
উল্লেখ্য, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৩৭ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ৫০ বছরে ২৯ বারই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে ৫৩ বছরে মাত্র আটবার ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছে।
/এএস

