দেশে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ নিয়মিত বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার এক সপ্তাহ আগেই রাজধানীর বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ রোববার (১৫ জুন) খুলেছে। মূলত টিউশন ফিস আদায়ে দ্রুত বেসরকারি সব স্কুল খোলা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর করোনা ও ডেঙ্গু সংক্রমণ রোধের পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
অভিভাবকরা জানান, দীর্ঘদিন পর স্কুল খোলার আগে ডেঙ্গু ও করোনার সংক্রমণ ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এখনো সরকারি স্কুল খোলেনি তাই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার সিদ্ধান্ত হওয়া দরকার। অন্যদিকে স্কুল খোলার আগেই টিউশন ফি জমার নোটিশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৫ জুন) থেকে প্রথম ধাপে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খুলেছে। এরপর ২২ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে। মাদরাসাগুলোর ছুটি সবচেয়ে দীর্ঘ হওয়ায় সেগুলো খুলবে ২৬ জুন।
রাজধানীর সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, চেরি ব্লোজম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, প্রিমিয়ার ইন্টারন্যাশনাল স্কুল, ইস্টওয়েস্ট স্কুলসহ প্রায় সব বেসরকারি স্কুল খুলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুনের প্রথম ১৩ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১২২৫ জন এবং মারা গেছেন ৫ জন। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১৭৭৩ জন। একইসঙ্গে করোনার সংক্রমণও বাড়ছে। জুনের প্রথম ১০ দিনেই ৫৪ জন আক্রান্ত এবং ২ জনের মৃত্যু হয়েছে, যেখানে জানুয়ারি থেকে মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৫৮ জন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
করোনা বাড়লেও এইচএসসি পরীক্ষা নির্ধারিত রুটিনে, অভিভাবকদের উদ্বেগ
ডেঙ্গু ও করোনা সতর্কতায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির বিশেষ নির্দেশনা
এই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পাঁচটি সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। এর মধ্যে রয়েছে— অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, বাইরে ও জনসমাগম স্থলে মাস্ক পরা, আক্রান্ত ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখা, চোখ, নাক ও মুখে হাত না দেওয়া, হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে রাখা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাউথপয়েন্ট স্কুলের শিক্ষার্থীর একজন অভিভাবক বলেন, এখনো দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খোলেনি। কিন্তু করোনা ও ডেঙ্গুর প্রকোপের মধ্যে বাচ্চার স্কুল খোলার নোটিশ দিয়েছে। একই সঙ্গে টিউশন ফি প্রথম দিনই জমার নির্দেশনা দিয়েছে। মূলত চলতি মাসের ফিস আদায় করতেই দ্রুতই স্কুল খোলার নোটিশ।
এ বিষয়ে জানতে চাইলে সাউথপয়েন্ট স্কুলের বারিধারা শাখার প্রিন্সিপাল ও অনন্যা শিক্ষকরা কথা বলতে রাজি হননি।
এর আগে গত ১ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। শিক্ষা স্তর ভেদে ছুটির সময়ের পার্থক্য ছিল। যেখানে মাদরাসাগুলো পায় সর্বোচ্চ ২৫ দিনের ছুটি আর সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি ছিল মাত্র ১০ দিন।
এএসএল/এএস

