বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৫, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

‍SSC

গত ১৩ এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে ফলের জন্য অপেক্ষায় রয়েছেন ১৯ লাখ পরীক্ষার্থী। তাদের ফল জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

বুধবার (১১ জুন) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এক কর্মকর্তা এ বিষয়টি জানান।


বিজ্ঞাপন


নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা দুই মাসের রোডম্যাপ নিয়ে আগাচ্ছি। আমাদের কর্মপরিকল্পনা সে রকমই এগিয়ে চলছে।

তিনি বলেন, ১৩ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। আর ২২ মে প্রাকটিক্যাল শেষ হয়েছে। সে অনুযায়ী জুলাইয়ে অবশ্যই ফল দেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্যবহারিকও তো একটা পরীক্ষা। সব পরীক্ষাগুলো শেষের পরে আমাদের বোর্ডের প্রধান কাজ হলো ফল তৈরি করা। সেটি গত ২৫ মে থেকে আমরা শুরু করেছি। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, ২২ মে সব পরীক্ষা শেষ হয়েছে। সে অনুযায়ী দুই মাস অর্থাৎ জুলাইয়ের ২৫ বা শেষ সপ্তাহে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। এই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমরা আশাবাদী। ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়ন হয়ে নম্বর আসা শুরু হয়েছে।

প্রসঙ্গত, এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হয়েছিল। এ পরীক্ষা শেষ হয় (তত্ত্বীয় পরীক্ষা) ১৩ মে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেন।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর