শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কিছু স্বার্থান্বেষী নেতাকর্মীর কারণেই বিএনপি ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

ju
জবি শিবির সভাপতি আসাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

কিছু উচ্ছৃঙ্খল ও স্বার্থান্বেষী ব্যক্তি বিএনপি ও ছাত্রদলের রাজনীতিকে কলুষিত করছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দলীয় শৃঙ্খলা, মূল্যবোধ ও আদর্শকে পদদলিত করছে—যা এই মাজলুম সংগঠনটিকে মানুষের ঘৃণার পাত্রে পরিণত করছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম।

সোমবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই মন্তব্য করেন।


বিজ্ঞাপন


ফেসবুক পোস্টে জবি শিবির সভাপতি বলেন, ‘আমার পরিবার এবং আত্মীয়-স্বজনের বড় একটি অংশ  দীর্ঘদিন ধরে ছাত্রদল এবং বিএনপির রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আমার আপন বড় ভাই এবং মেঝো ভাই ইউনিয়ন এবং থানা ছাত্রদলের শীর্ষ পর্যায়ে থেকে সংগঠন পরিচালনা করেছেন। আমার চাচাতো ভাই ছিলেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দলের মনোনয়নে বারবার নির্বাচিত চেয়ারম্যান—দলের জন্য আন্দোলন করতে গিয়ে কারাগারেই জীবন উৎসর্গ করেছেন। আমার মামা গোটাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দলের মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য তাদের (নেতাকর্মীদের) ত্যাগ, সংগ্রাম এবং অবিচল নিষ্ঠা আমি নিজ চোখে দেখেছি এবং পাশে থেকেছি। এই কারণেই বিএনপি এবং ছাত্রদল সম্পর্কে নেগেটিভ মন্তব্য করা আমার বিবেক আমাকে বাধা দেয়।’

‘কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু উচ্ছৃঙ্খল ও স্বার্থান্বেষী ব্যক্তি বিএনপি ও ছাত্রদলের রাজনীতিকে কলুষিত করছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দলীয় শৃঙ্খলা, মূল্যবোধ ও আদর্শকে পদদলিত করছে—যা এই মাজলুম সংগঠনটিকে মানুষের ঘৃণার পাত্রে পরিণত করছে।’

দলের নেতাকর্মীদের এসব আচরণে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘এই ‘পাগল-ছাগল’ শ্রেণির অনেকেই আজ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের আসনে বসে আছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার বিনীত অনুরোধ, দলে বিরাজমান গোষ্ঠীদ্বন্দ্ব, স্বার্থান্বেষী অপশক্তি এবং এই ‘পাগল-ছাগল’দের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিন। দলকে পরিষ্কার করে এটিকে পুনরায় প্রকৃত অর্থে একটি গণমানুষের দলে রূপান্তরিত করুন। এই দেশ এবং জাতির কল্যাণের জন্য অসৎ নেতৃত্বের পরিবর্তে সৎ নেতৃত্ব খুবই প্রয়োজন।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর