শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবিতে শিবিরের ব্যতিক্রমী ‘মেজবানি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

shibir
শিবিরের ব্যতিক্রমী আয়োজন। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এক মেজবানি ভোজের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় অংশ নিয়েছেন ছাত্র-শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীরা।

বিশ্ববিদ্যালয় এলাকায় এবারের ঈদ মিলনমেলার আয়োজন করা হয় দুইটি ভিন্ন ভেন্যুতে—একটি মহসিন হলের খেলার মাঠে এবং অন্যটি কার্জন হল প্রাঙ্গণে। ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই আয়োজন চলে। নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। বিশেষ করে ঈদের ছুটিতে যারা ক্যাম্পাসে অবস্থান করছেন, যেমন—অভিভাবকবিহীন শিক্ষার্থী, আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা—তাদের মাঝেই ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির।


বিজ্ঞাপন


জোহরের নামাজের পরপরই ধীরে ধীরে মিলনমেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকে। অনেকেই খাবার গ্রহণে অংশ নেন এবং যারা সাময়িকভাবে বসার জায়গা পাননি, তারা পাশেই থাকা ওয়েটিং জোনে অপেক্ষা করেন। এই আয়োজনে ভোজের জন্য ছিল মেজবানি খাবারের ব্যবস্থা।

DU2

অংশগ্রহণকারীদের অনেকেই জানান, ক্যাম্পাসে ঈদের দিন এমন আয়োজন একদিকে যেমন আনন্দের, অন্যদিকে তেমনি ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে।

ছাত্রশিবিরের একজন আয়োজক জানান, আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে। প্রত্যেককে দাওয়াত পৌঁছে দিচ্ছি হাতে হাতে এবং যারা দূরে আছেন, তাদের জন্য অনলাইন অপশন রেখেছি। ঈদের দিনটা যেন সবাই উপভোগ করতে পারেন, এটাই আমাদের লক্ষ্য।


বিজ্ঞাপন


টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর