শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবিতে ঈদুল আজহার ৫ জামাত, কোনটি কখন কোথায় জানুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

Eid
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে হবে। এর মধ্যে কোনটি কোথায় কোন সময়ে হবে, তার একটি সূচি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


সূচি অনুযায়ী, ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আজহা’র দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ এবং দ্বিতীয় জামাতে মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল ইমামতি করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর